শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি কবি আত্তারের স্মরণে জাতীয় দিবস

পোস্ট হয়েছে: এপ্রিল ১৪, ২০২৪ 

news-image

আত্তার নিশাপুরি বা নেশাবুরি ১২ শতকের একজন মহান ইরানী কবি। “দ্য কনফারেন্স অব বার্ডস” এর জন্য তিনি প্রসিদ্ধ। তার এই অমর কীর্তিকে প্রজ্ঞাঅন্বেষী মনকে আলোকিত করার একটি মাস্টারপিস হিসেবে দেখা হয়।

নেশাবুরিকে স্মরণ করতে জাতীয় দিবস পালন করে ইরানিরা। ফার্সি ক্যালেন্ডারে ১৪ এপ্রিলকে আত্তার জাতীয় দিবস হিসেবে পালন করা হয়। কেননা তার কাজগুলি সমসাময়িক ইরানে ফার্সি সাহিত্যে অবদান রাখে।

আবু হামিদ বিন আবু বকর ইব্রাহিম তিনি ফরিদ উদ্দিন নামেও পরিচিত। ইরানের উত্তর-পূর্বে অবস্থিত নিশপুর (নেশাবুর) শহরে জন্মগ্রহণ করেন এই মহান কবি। ধারণা করা হয়, তিনি ১১৪৫ থেকে ১২২১ খ্রিস্টাব্দের মধ্যে বসবাস করেন।

যুবক বয়সেই ফরিদ উদ্দীন অনেক দেশ ভ্রমণ করেন। তিনি মিশর, সিরিয়া, আরব, ভারত এবং মধ্য এশিয়া সফর করে অবশেষে উত্তর-পূর্ব ইরানের জন্মস্থান নেশাবুরে বসতি স্থাপন করেন। সেখানে তিনি বিখ্যাত সুফিদের (মুসলিম রহস্যবাদী) আয়াত এবং বাণী সংগ্রহ করতে বহু বছর অতিবাহিত করেন।

আত্তার অর্থ ‘অ্যাপোথেকারী’ এবং এই ডাকনামটি তাকে তার পেশার কারণে দেওয়া হয়।

আত্তার (অ্যাপোথেক্যারিস্ট) ছিলেন তার সময়ের চিকিৎসা ও ফার্মাসিউটিক্যালসের একজন বিখ্যাত ব্যক্তিত্ব। এই কারণেই তাকে এই পদবী দেয়া হয়। তবে তিনি এখন তার সাহিত্যকর্মের জন্য প্রসিদ্ধ লাভ করেন। তার সাহিত্যকর্মের শীর্ষে রয়েছে মানতেক আল-তাইর বা পাখিদের সম্মেলন। সূত্র- মেহর নিউজ