শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি উৎসবে দেখানো হবে ২৬ দেশের ছবি

পোস্ট হয়েছে: নভেম্বর ৪, ২০১৯ 

news-image

ইরানের রোশদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের ৪৯তম আসরে দেখানো হবে বিশ্বের ২৬টি দেশের ১৪২টি ছবি। ইভেন্টের আয়োজকেরা এই তথ্য জানিয়েছেন।

উৎসবে প্রদর্শনের জন্য ইরান থেকে অংশ নিয়েছে ৮৫টি চলচ্চিত্র। আর ফ্রান্স, উজবেকিস্তান, আমেরিকা, যুক্তরাজ্য, স্পেন ও অস্ট্রিয়াসহ অন্যান্য ২৫টি দেশ থেকে আরও ৫৭টি ছবি দেখানো হবে।

প্রদর্শনের জন্য বাছাইকৃত এসব ছবি অ্যানিমেশন, ডকুমেন্টারি, ফিচার ও শর্ট ফিল্ম বিভাগে অংশ নেবে। উৎসবের পরিচালক ভাহিদ গোলেস্তানের তথ্যমতে, উৎসবের জন্য জমা পড়া ২ হাজার ৬শ ছবি থেকে দেখানোর জন্য ওই ১৪২টিকে বাছাই করা হয়েছে। মনোনীত চলচ্চিত্রগুলোর তালিকা পরবর্তীতে উৎসবের ওয়েবসাইটে পাওয়া যাবে।

রোশদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের ৪৯তম আসর তেহরানে ১৫ থেকে ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। পরে ছবিগুলো ২৩ নভেম্বর থেকে ৮ মে অন্য প্রদেশগুলোতেও দেখানো হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।