ইরানি উশুর জয়জয়কার: গত বছর ৫০টি আন্তর্জাতিক পদক জিতেছেন ইরানি উশু ক্রীড়াবিদরা
পোস্ট হয়েছে: মার্চ ২৮, ২০২৪

ইরানের জাতীয় উশু খেলোয়াড়রা ফার্সি ১৪০২ সালে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন রঙের ৫০টি পদক জিতে দেশের জন্য অনন্য গৌরব অর্জন করতে সক্ষম হয়েছেন।
ইরান উশু ফেডারেশনের সভাপতি আমির সিদ্দিকি বিগত ফার্সি বছরে তার ফেডারেশনের তৎপরতা তুলে ধরতে গিয়ে বলেছেন: আন্তর্জাতিক অঙ্গনে ৫০টি মূল্যবান পদক অর্জন ছিল আমাদের ক্রীড়াবিদদের প্রচেষ্টার ফসল এবং নিঃসন্দেহে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল এশিয়ান গেমসে ৩টি স্বর্ণ, ৭টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ পদক লাভ।
তিনি আরো বলেন: এছাড়াও, বিশ্ব অঙ্গনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত খেলায় ইরানি উশু ক্রীড়াবিদরা উল্লেখযোগ্য সংখ্যক পদক জিতেছেন।
তেহরানে বিশ্ব উশু দিবস সম্মেলন
একদল ইরানি শিশু উশু খেলোয়াড়
বিশ্ব কোরাশ চ্যাম্পিয়নশিপেও ইরানি দল ভালো পারফর্ম করেছে উল্লেখ করে সিদ্দিকি আরো বলেন: ম্যাকাওতে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ অ্যান্ড এজ গ্রুপ উশু চ্যাম্পিয়নশিপের পাশাপাশি চীনে অনুষ্ঠিত এশিয়ান কোরাশ চ্যাম্পিয়নশিপেও ইরানের জাতীয় দল চমৎকার ফল করেছে।
এশিয়ান চ্যাম্পিয়নশিপে একজন ইরানি নারী ক্রীড়াবিদের ‘তালো’ ফর্মের পারফরম্যান্স
উল্লেখ্য, উশু সম্পর্কে অনেকরই তেমন ধারণা নেই। কুংফু চিনের একটি মার্শাল আর্টের নাম উশু। অলিম্পিকেও এই প্রতিযোগিতা রয়েছে। চীনা ভাষায় ‘উ’ শব্দের অর্থ আত্মরক্ষা ও ‘শু’ শব্দের অর্থ কৌশল। অর্থাৎ, উশু শব্দের অর্থ আত্মরক্ষার কৌশল।
পার্সটুডে/