বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে ঈদ পুনর্মিলনী

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০১৬ 

news-image

২৯ সেপ্টেম্বর, ২০১৬, বৃহস্পতিবার ইরানিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের ভারপ্রাপ্ত কালচারাল কাউন্সেলর জনাব আসগার খসরুয়াবাদী। স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল ড. জহির উদ্দিন মাহমুদ। আলোচনায় অংশগ্রহণ করেন মিসেস ফারজানা হক, মিসেস ফারিনা রশিদ ও জনাব আলতাফ হোসেন। অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও ফারসিতে ছড়া-কবিতা পরিবেশন করে। জনাব আসগার খসরুয়াবাদী মহান নবী-রাসূলগণ ও মহান ব্যক্তিদের স্মৃতি ও অনুসরণ সংবলিত ইবাদতসমূহ সম্পর্কে শিক্ষার্থিদের যথাযথ উপলব্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এ জাতীয় উপলব্ধি ও অনুসরণ আমাদেরকে উজ্জীবিত করে ও সমাজকে আলোকিত করে।

thumbnail_img_4436