শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানিয়ান ইয়ুথ ভিজ্যুয়াল আর্ট ফেস্টিভালের পর্দা নামলো

পোস্ট হয়েছে: আগস্ট ২৯, ২০২৩ 

news-image

ইরানিয়ান ইয়ুথ ভিজ্যুয়াল আর্ট ফেস্টিভালের ৩০তম পর্বের পর্দা নামলো। পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কোর্দেস্তানের রাজধানী সানন্দাজে রোববার শেষ হয়েছে সাংস্কৃতিক উৎসবটি।

ইলাস্ট্রেশন, ক্যালিগ্রাফি, সিরামিকস, ড্রয়িং, ফটোগ্রাফি, পেইন্টিং, মিনিয়েচার এবং ভাস্কর্যের মতো বিভিন্ন বিভাগে ১৫০ জনের বেশি অংশগ্রহণকারী অংশ নেয়। বিজয়ীদের সম্মানের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। সোমবার বার্তা সংস্থা ইরনা এই খবর জানিয়েছে।

এই বছর প্রথমবারের মতো, উৎসবটি ১৫ থেকে ১৮ এবং ১৯ থেকে ২৪ বছর- দুটি বয়সে বিভক্ত করা হয়। এবারের উৎসবের জন্য নির্বাচিত স্লোগান ছিল “লাভলি ইরান”। সূত্র: তেহরান টাইমস