ইরানিদের প্রশংসায় আইডাব্লিউএফের ভারপ্রাপ্ত প্রেসিডেন্
পোস্ট হয়েছে: এপ্রিল ২৬, ২০২০

ইরানের নারী ভারোত্তলকদের দ্রুত অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন আন্তর্জাতিক ভারোত্তলন ফেডারেশন (আইডাব্লিউএফ) এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট উরসুলা পাপান্দ্রিউ। তেহরান টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি ইরানি নারীদের প্রশংসা করেন।
তিনি বলেন, ইরানের নারী ভারোত্তলকরা প্রত্যাশার চেয়ে দ্রুত অগগ্রতি করেছে। তিনি তাদের জন্য অত্যন্ত আনন্দিত।
পাপান্দ্রিউ আইডাব্লিউএফের এযাবৎকালের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন ২০১৭ সালের মে মাসে। টমাস অজানকে সংস্থাটির প্রেসিডেন্ট পদ থেকে জোরপূর্বক অব্যাহতি দেওয়ার পর এখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
অজান ও আইডাব্লিউএফের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, ভুয়া ড্রাগ টেস্টসহ কয়েকটি অভিযোগের চলমান তদন্তের মধ্যে তাকে পদত্যাগে বাধ্য করা হয়। এদিকে আইডাব্লিউএফের ওভারসাইট অ্যান্ড ইন্টেগ্রিটি কমিশনের প্রধান হিসেবে দায়িত্বপালন করছেন পাপান্দ্রিউ। কমিশনকে ১৯ জুন পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে।
এছাড়াও পাপান্দ্রিউ মার্কিন ভারোত্তলন ফেডারেশনের প্রেসিডেন্ট। তেহরান টাইমসকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি ইরানের নারী ভারোত্তলকদের অগ্রগতিসহ কয়েকটি বিষয়ে কথা বলেন। সূত্র: তেহরান টাইমস।