রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানিদের জন্য বিনামূল্যে ইরাকি ভিসা ইস্যু শুরু

পোস্ট হয়েছে: এপ্রিল ২, ২০১৯ 

news-image

ইরানিদের জন্য বিনামূল্যে ইরাকি ভিসা ইস্যু শুরু হয়েছে। ইরাকের মন্ত্রী পরিষদের সচিবালয় সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে । বিবৃতিতে বলা হয়েছে, ইরাকের মন্ত্রিপরিষদ ইরানের সাথে পারস্পারিক যোগাযোগ অব্যাহত রেখে ফরেনার্স রেসিডেন্স অ্যাক্ট, নং ৭৬, ২০১৭ এর আর্টিকেল ৩৬ ধারার বিধান অনুযায়ী ইরানিদের জন্য বিনামূল্যে ইরাকি ভিসা ইস্যু করার সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত ইরানি দূতাবাস থেকেও সোমবার এক বিবৃতিতে ইরাকিদের জন্য বিনামূল্যে ইরানি ভিসা প্রদানের ঘোষণা দেয়া হয়।

উল্লেখ্য, গতমাসে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ইরাকে সফর করেছেন। তার এই সফরকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে, বাগদাদ ও তেহরান উভয় পক্ষের নাগরিকদের জন্য বিনামূল্যে ভ্রমণ ভিসা প্রদান করবে। ইকনা।