ইরানজুড়ে ৬ হাজার ৭শ ভ্রাম্যমাণ স্কুল
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২১

ইরানের ২৭টি প্রদেশজুড়ে ৬ হাজার ৭ শতাধিক ভ্রাম্যমাণ, আধা-ভ্রাম্যমাণ ও স্থায়ী যাযাবর স্কুলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিক্ষামূলক ন্যায়বিচার এবং যাযাবর শিক্ষা উন্নয়ন বিষয়ক দপ্তরেরর পরিচালক মোহাম্মাদ রেজা সেইফি মঙ্গলবার এই তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে দেশজুড়ে ১৪ হাজার শ্রেণিকক্ষে ২ লাখ ১০ হাজার যাযাবর শিক্ষার্থী লেখাপড়া করছে। বিগত ইরানি বছরের (মার্চ ২০১৯ থেকে মার্চ ২০২০) তুলনায় শিক্ষার্থীদের এই সংখ্যা বেড়েছে ১০ শতাংশ।
ইরানে বর্তমানে যাযাবর সম্প্রদায়ের জনসংখ্যা রয়েছে ১৫ লাখের অধিক। এসব উপজাতিদের অধিংকাংশ হচ্ছে কুর্দি, বখতিয়ারিস (বাক্টরিয়ানস), লুরস, গিলাকস এবং বালুচ। যারা মূলত মধ্য এশিয়া থেকে ইরানি মালভূমিতে এসে বসতি গড়া মানুষদের উত্তরসূরি। সূত্র: তেহরান টাইমস।