বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানকে ৩ মডেলের বিমান বিক্রির প্রস্তাব বোয়িং’এর

পোস্ট হয়েছে: এপ্রিল ১৯, ২০১৬ 

news-image

বোয়িং কোম্পানি ইরানের কাছে ৩টি মডেলের বিমান বিক্রির প্রস্তাব দিয়েছে। এসব মডেল হচ্ছে সেভেন থ্রি সেভেন, সেভেন এইট সেভেন এবং সেভেন সেভেন সেভেন। সোসাইটি অব ইরান এয়ারলাইন্সের সচিব মাকসুদ আসাদি-সামানি এ তথ্য জানিয়েছেন। তেহরানে গত ১০ ও ১১ এপ্রিল বোয়িং প্রতিনিধিদলের সঙ্গে ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এ প্রস্তাব দেয় বোয়িং। ওই বৈঠকে ইরানের সাতটি কোম্পানির এমডি উপস্থিত ছিলেন। বৈঠকে বিমানের যন্ত্রাংশ অব্যাহতভাবে সরবরাহের বিষয়টি গুরুত্ব পায়।

মাকসুদ আসাদি-সামানি জানান, বোয়িং কোম্পানি বিমান ও যন্ত্রাংশ সরবরাহে রাজি হয়েছে। বর্তমানে ইরানে যে ৬০টি বোয়িং বিমান আছে তা ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের আগে ক্রয় করা। ইরানের ওপর থেকে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়ার পর বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো দেশটিতে বিমান বিক্রির ইচ্ছা প্রকাশ করছে। ইরানের যানবাহন ও শহর উন্নয়ন মন্ত্রী আব্বাস আখন্দি বলেছেন, তার দেশ অচল বিমানগুলোকে সচল করা ছাড়াও নতুন আরো বিমান কিনবে। ইরানে যে আড়াই’শ বিমান রয়েছে তার মধ্যে দেড়’শ বিমান সচল রয়েছে। ইতিমধ্যে ইরান ১১৮টি বিমান ক্রয়ের জন্যে এয়ারবাসের সঙ্গে চুক্তি করেছে। এছাড়া এটিআর’এর সঙ্গে আরো ২০টি বিমান ক্রয়ের চুক্তিও হয়েছে।

সূত্র: তেহরান টাইমস