ইরানকে ১.৭ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করবে আমেরিকা
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৯, ২০১৬
ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ১.৭০ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করবে আমেরিকা। এর মধ্যে ৪০০ মিলিয়ন ডলার ডলার ঋণ ও ১.৩ বিলিয়ন ডলার লাভের অর্থ। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ কথা জানান।
তিনি বলেন, ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব হওয়ার আগে আমেরিকার কাছে তেহরানের এ অর্থ পাওনা ছিল। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার একদিন পর জন কেরি এ ঘোষণা দিলেন। এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার নির্বাহী আদেশে সই করেন।
পাওনা এই অর্থ ফেরত পাওয়ার বিষয়ে ইরান আন্তর্জাতিক আদালতের আশ্রয় নিয়েছিল। তবে এ অর্থের সঙ্গে বিদেশি ব্যাংকে আটকে থাকা তেল বিক্রির অর্থের কোনো সম্পর্ক নেই।সূত্র: প্রেস টিভি, আইআরআইবি