ইরানকে হুমকি দেওয়ার জন্য শত্রুরা অনুতপ্ত হবে
পোস্ট হয়েছে: এপ্রিল ২, ২০২৫

আল-মাসিরাহ-এর সাথে এক সাক্ষাৎকারে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মার্কিন সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে ইয়েমেনি জনগণের প্রতি পূর্ণ সমর্থনের কথা ঘোষণা করেছেন।
এক বছরেরও বেশি সময় ধরে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজার নির্যাতিত ও দৃঢ়চেতা জনগণের সমর্থনে ইসরাইলি অবস্থানগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছে, যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত না হলে এবং গাজা উপত্যকার ওপর অমানবিক অবরোধ শেষ না হওয়া পর্যন্ত গাজাবাসীর প্রতি সমর্থনে ইয়েমেনিদের আক্রমণ অব্যাহত থাকবে।
অন্যদিকে, গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধাপরাধ এবং অপরাধযজ্ঞের অন্ধ সমর্থক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র গত মাস ধরে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে আক্রমণ চালিয়ে আসছে এবং এই আক্রমণের ফলে এখন পর্যন্ত কয়েক ডজন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন এবং ইয়েমেনের বহু অবকাঠামো ধ্বংস হয়েছে।
এই প্রসঙ্গে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার সন্ধ্যায় আল-মাসিরাহ টিভির সাথে এক সাক্ষাৎকারে ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি ইরানের সমর্থন সম্পর্কে বলেছেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইয়েমেনের পূর্ণ সমর্থক।
এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল-মাসিরাহ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন: “বীর ইয়েমেনিরা প্রচণ্ড সাহসিকতার সাথে নিজেদের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা করেছে; কারণ তারা দেখছে যে সানা জিতেছে এবং প্রতিরোধ করছে।”
ইয়েমেনের জনগণের ইচ্ছাকে পরাজিত করার লক্ষ্যে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন ব্যর্থ হবে বলে জোর দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন: “অনস্বীকার্য সত্য হল আক্রমণ এবং আগ্রাসনের মাধ্যমে ইয়েমেনি জনগণকে পরাজিত করা সম্ভব নয়।”
আরাকচি আরো বলেছেন: “ইয়েমেনের উপর আক্রমণ ইরানি ভূখণ্ডে আক্রমণের সমান বলে দাবি করা নতুন কিছু নয়।”
আরাকচি জোর দিয়ে বলেন যে তেহরান শত্রুর হুমকির কাছে নতি স্বীকার করবে না এবং কাউকে ইরানের ওপর বলপ্রয়োগের অনুমতি দেবে না। তিনি আরও বলেন: “শত্রুরা তাদের হুমকির জন্য অনুতপ্ত হবে।” পার্সটুডে/