সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া

পোস্ট হয়েছে: নভেম্বর ১০, ২০১৫ 

news-image

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে স্বাক্ষর হয়েছে রাশিয়ার সঙ্গে ইরানের এস- ৩০০ মিসাইল প্রতিরক্ষা চুক্তি। রাশিয়ার এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, এস-৩০০ ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা নিয়ে তেহরান ও মস্কোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা রোস্টেক’এর প্রধান নির্বাহী সারগেই চ্যামেজব বার্তা সংস্থা রিয়া নভস্তির উদ্বৃতি দিয়ে চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন। এর ফলে ২০০৭ সালের ‘ইউএসডি-৮০০মিলিয়ন’ চুক্তির অধীনে রাশিয়া ইরানে এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেবে।

২০১০ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চতুর্থ পর্বে ইরানের বিরুদ্ধে পারমাণবিক কর্মসূচির নিষেধাজ্ঞার অজুহাতে মস্কো তেহরানকে এধরনের ক্ষেপণাস্ত্র দেয়া থেকে বিরত থাকে। এ নিষেধাজ্ঞার ফলে ইরানে উচ্চ প্রযুক্তির অস্ত্র বিক্রিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

এস-৩০০ ক্ষেপণাস্ত্র দিতে অস্বীকৃতি জানালে ইরান জেনেভার আন্তর্জাতিক আদালতে রাশিয়ার অস্ত্র প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পরবর্তীতে এ বছরের এপ্রিলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে ‘এস-৩০০’ প্রদানে নিষেধাজ্ঞা উঠিয়ে নেন।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রি. জে. হোসেইন দেহকান আগস্টের মাঝামাঝি সময়ে বলেন, সবকিছু পরিবর্তন হয়েছে। রাশিয়ার সাথে ‘এস-৩০০ সিস্টেম ডেলিভারের’ চুক্তি সম্পন্ন হবে এবং এ বছরের মধ্যেই চুক্তি বাস্তবায়ন করবে রাশিয়া। সূত্র: প্রেসটিভি।