ইরাক ও সৌদি আরবে সন্ত্রাসী হামলার নিন্দা করল ইরান
পোস্ট হয়েছে: জুলাই ৫, ২০১৬
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2016/07/1467720780-1-550x333.jpg)
ইরাক ও সৌদি আরবে সন্ত্রাসী হামলার নিন্দা করেছে ইরান। মঙ্গলবার এক টুইটার বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ বলেন, সন্ত্রাসীরা সব ধরনের সীমা পেরিয়ে গেছে। আমরা ঐক্যবদ্ধ হতে না পারলে শিয়া-সুন্নী সকলেই তাদের শিকারে পরিণত হবে।
সৌদি আরবের মদিনায় আত্মঘাতী হামলায় চার নিরাপত্তা কর্মী নিহত হয়। জেদ্দায় মার্কিন কনস্যুলেট এবং সৌদি আরবের পূর্বাঞ্চলে সংখ্যালঘু সুন্নিদের লক্ষ্য করে সোমবার অপর হামলাগুলো চালানো হয়। এসব হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।
এদিকে, ইরাকের রাজধানী বাগদাদে ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, চূড়ান্তভাবে বিজয়ী না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ইরাকের সরকার ও জনগণকে ইরান সমর্থন দেয়া অব্যাহত রাখবে।
ইরাকের রাজধানী বাগদাদের দুটি এলাকায় শনিবার দু দফা বোমা বিস্ফোরণে কমপক্ষে ২০০ জন নিহত ও ২০৫ জন আহত হওয়ার পর ইরানের পক্ষ থেকে বাহরাম কাসেমি এসব কথা বললেন। বাগদাদ বিস্ফোরণে শুধু কারাদাহ এলাকায়ই মারা গেছে ৮৬ জন। অন্য বিস্ফোরণটি ঘটেছে রাজধানীর শাব এলাকায়।
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এক টুইটার বার্তায় এসব হামলার দায় স্বীকার করেছে।
সূত্র: আল জাজিরা, পার্স টুডে,বাসস