শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরাকে সুলাইমানিয়াহ বইমেলায় অংশ নেবে ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ২১, ২০২১ 

news-image

ইরাকে চলমান সুলাইমানিয়াহ আন্তর্জাতিক বইমেলায় অংশ নিচ্ছে ইরানি বই ও সাহিত্য ঘর। তৃতীয় সুলাইমানিয়াহ আন্তর্জাতিক বইমেলায় এই প্রথমবারের মতো ইসলামি প্রজাতন্ত্র ইরান অংশ নিচ্ছে। আন্তর্জাতিক এই বইমেলায় বিভিন্ন ক্ষেত্রের ৮ শতাধিক বই উপস্থাপন করা হবে বলে জানিয়েছে ইরানি বই ও সাহিত্য ঘর।এক বিবৃতিতে বলা হয়, নতুন বই পরিচিতি, বিশিষ্ট ইরানি লেখকদের সাথে সুলাইমানিয়াহ বিশ্ববিদ্যালয়ের ফারসি ছাত্রদের মধ্যে বৈঠকের আয়োজন, সুলাইমানিয়ার লেখকদের সাথে যৌথ সভা করা, তাদের বই বিনিময়ের জন্য প্রকাশকদের সাথে পরামর্শ, ইরানি ইংরেজি ভাষার প্রকাশনা শিল্পের পরিচিতি, তেহরান আন্তর্জাতিক বই মেলার প্রচার, তেহরান আন্তর্জাতিক বই মেলায় বিদেশী প্রকাশকদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো ইত্যাদি লক্ষে বইমেলায় অংশ নিচ্ছে ইরান। সূত্র: মেহর নিউজ এজেন্সি।