ইরাকে গ্যাস সরবরাহ বৃদ্ধি করছে ইরান
পোস্ট হয়েছে: মে ১৫, ২০১৮

ইরাকে ইরানের গ্যাস সরবরাহ বৃদ্ধি পেয়ে প্রতিদিন তা ১৪ এমসিএম’এ দাঁড়িয়েছে। আগামী জুন নাগাদ ইরাকের রাজধানীতে ইরান গ্যাস সরবরাহ দ্বিগুণ করতে যাচ্ছে। গত বছর উভয় দেশ এধরনের পরিকল্পনা নেয়। প্রতিদিন ইরান থেকে এ পরিকল্পনা বাস্তবায়ন হলে ৬০ মিলিয়ন ঘনমিটার গ্যাস রফতানি হবে। ইরানের গ্যাস কোম্পানির পরিচালক বেহজাদ বাবাজাদেহ এ তথ্য জানান।
তবে ইরাকে পরিস্থিতি স্থিতিশীল হলে গ্যাস সরবরাহ আরো দ্রুত বৃদ্ধি পাবে। ৬ বছরের জন্যে দুই দেশের মধ্যে গ্যাস সরবরাহ চুক্তি হলেও তা আবারো বৃদ্ধির বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। ফিনান্সিয়াল ট্রিবিউন