ইরাকে খাদ্য মেলার আয়োজন করবে ইরান
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৪, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/01/3349147-1.jpg)
ইরাকের সুলায়মানিয়াহতে খাদ্য মেলার আয়োজন করবে ইরান। চলতি বছরের ১১ থেকে ২১ এপ্রিল এই খাদ্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ইরানের কৃষি মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মহাপরিচালক এই তথ্য জানিয়েছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, আগামী ইরানি বছরের (২১ মার্চ ২০২৯ থেকে ২০ মার্চ ২০২০) শুরুর দিকে ইরাকের সুলায়মানিয়াহতে ‘ইরান ইন্টারন্যাশনাল ফুড এক্সপো’ আয়োজনে তেহরান সম্মত হয়েছে।
দশ দিনব্যাপী মেলার আয়োজন করা হবে ইরাকি একটি কোম্পানি ও ইরাকের কমার্সিয়াল সার্ভিস কোম্পানির সহযোগিতায়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।