ইরাকে করোনা মোকাবেলায় চিকিৎসা সহায়তা পাঠালো ইরান
পোস্ট হয়েছে: জুলাই ২১, ২০২০

করোনা ভাইরাস মোকাবেলায় সহায়তায় প্রতিবেশী ইরাকে ১ টন ওজনের চিকিৎসা সরঞ্জামের একটি চালান পাঠিয়েছে ইরান। ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে দুপক্ষের মধ্যে ভালো স্বাস্থ্য সহযোগিতা রয়েছে। এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে, রোববার সকালে একদিনের সফরে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভাদ জারিফ। সূত্র: তেহরান টাইমস।