বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরাকে ইয়াযিদি সম্প্রদায়ের গণকবরের সন্ধান

পোস্ট হয়েছে: নভেম্বর ১৬, ২০১৫ 

news-image

ইরাকের সিনজার শহরে একটি ভয়াবহ গণকবর আবিষ্কার করেছে কুর্দি যোদ্ধারা। এ গণকবরে ইয়াযিদি সম্প্রদায়ের তরুণীসহ ৭৬টি লাশ পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তারা জানান, আইএস সন্ত্রাসী গোষ্ঠি ইয়াযিদি সম্প্রদায়ের লোকদের হত্যা করেছে এবং এটাকে তাদের বিজয় হিসেবে দাবি করেছে।

ইরাকের কুর্দি যোদ্ধারা জানায়, কবর থেকে হাড়, চুল এবং ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়েছে যা আইএসের নৃশংসতার প্রমাণ বহন করছে।

কুর্দির আঞ্চলিক সরকারের একজন উপদেষ্টা হুসেইন হাফউন আল জাজিরাকে বলেন, এ গণকবরে তরুণীসহ ৭৬টি লাশ পাওয়া গেছে। ২০১৪ সালে ১৫ আগস্ট এ গণহত্যার ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, আইএস থেকে পালিয়ে আসা তরুণীরা তদন্তকারীদের কাছে গণহত্যার বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

তদন্ত কর্মকর্তারা বলছেন, সিনজার এলাকায় আরো শতাধিক গণকবর থাকতে পারে। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী, আইএস জুন মাসে এ অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে কমপক্ষে ৩ হাজার ইয়াযিদি নারী পুরুষকে হত্যা করেছে।

ইয়াযিদিরা প্রাচীন ধর্ম চর্চা করে এবং আইএস তাদের ধর্মদ্রোহী বলে মনে করে। আইএস তাদের ইসলামে ধর্মান্তরিত করার জন্য বাধ্য করে, নতুবা তাদের হত্যা করে। অন্যদিকে তারা নারীদের যৌনদাস হিসেবে ব্যবহার করে থাকে। সূত্র: আলজাজিরা।