ইরাকে ইরানি পণ্য রপ্তানি বেড়েছে ২৪ শতাংশ: কাস্টমস বিভাগ
পোস্ট হয়েছে: নভেম্বর ২৪, ২০২০

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইলাম প্রদেশের কাস্টমস বিভাগের মহাপরিচালক রুহুল্লাহ গোলামি বলেছেন, প্রতিবেশী ইরাকে পণ্য রপ্তানি বেড়েছে।
তিনি আরও জানিয়েছেন, গত আট মাসে কেবল কৃষিপণ্যই রপ্তানি হয়েছে ৮০ হাজার টন। মেহরান আন্তর্জাতিক সীমান্ত পয়েন্ট দিয়ে রপ্তানিকৃত এসব কৃষিপণ্যের মূল্য হচ্ছে তিন কোটি ৭৭ লাখ ২৫ হাজার ডলার।
এছাড়া সীমান্ত পথে অন্যান্য পণ্যও নিয়মিত রপ্তানি করা হচ্ছে। সব মিলিয়ে গত ফার্সি বছরের প্রথম আট মাসের তুলনায় চলতি ফার্সি বছরের প্রথম আট মাসে ইরাকে রপ্তানি বেড়েছে ২৪ শতাংশ।
কৃষিপণ্য ছাড়াও যেসব সামগ্রী ইরাকে রপ্তানি করা হচ্ছে তার মধ্যে রয়েছে খাবার, প্লাস্টিক সামগ্রী, কাচের জিনিসপত্র, গাড়ির যন্ত্রাংশ, সিরামিক, টাইলস এবং নির্মাণ সামগ্রী।
দুই প্রতিবেশী দেশ ইরান ও ইরাকের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইরাককে নানাভাবে সহযোগিতা দিচ্ছে ইরান।
ইরাকের বিদ্যুৎ চাহিদার বড় অংশই মেটানো হয় ইরান থেকে রপ্তানিকৃত বিদ্যুৎ দিয়ে। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে স্বাভাবিক পন্থায় ইরাক থেকেও অর্থ আনতে পারছে না ইরান সরকার। ইরাকে প্রায় পাঁচ কোটি ডলার সমপরিমাণ অর্থ আটকে আছে বলে এর আগে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন। পার্সটুডে