বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরাকে আগামী মাসে গ্যাস রফতানি করবে ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ১৮, ২০১৬ 

news-image

বিশ্বের বৃহত্তম গ্যাস মজুদের দেশ ইরান আগামী মাসে ইরাকে গ্যাস রফতানি করতে যাচ্ছে। পরিকল্পনামাফিক এক বছর আগেই এ গ্যাস রফতানি শুরু করার কথা থাকলেও ইরাকে সার্বিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। দিনে ৭০ লাখ ঘনফুট গ্যাস ইরান থেকে ইরাকে রফতানি শুরু হলে তা দিয়ে বাগদাদে একটি বিদ্যুৎ কেন্দ্র চালু হবে। ইরানের ন্যাশনাল গ্যাস কোম্পানির পরিচালক হামিদরেজা আরাকি বার্তা সংস্থা ইসনাকে দেয়া এক সাক্ষাতকারে এ তথ্য জানিয়েছেন।

একই সঙ্গে আগামী বছর বসরা হয়ে ইরান থেকে ইরাকে দ্বিতীয় গ্যাস পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু হবে। গত জানুয়ারিতে ইরানের ওপর থেকে অবরোধ প্রত্যাহারের পর চীন, ভারতসহ বিভিন্ন দেশ দেশটি থেকে তেল, গ্যাস সহ জ্বালানি পণ্য আমদানি শুরু করেছে। লন্ডনভিত্তিক জ্বালানি বিশ্লেষক রিচার্ড মালিসন বলেছেন, ইরাকে বিদ্যুতের জন্যে ইরানের গ্যাসের বিকল্প নেই। ইরানের গ্যাস মজুদ রয়েছে ৩৪ বিলিয়ন কিউবিক মিটার। যা কাতারে মজুদকৃত গ্যাসের চেয়ে ৪০ শতাংশ বেশি। তুরস্কের সঙ্গে ইরানের গ্যাস পাইপ লাইন সংযোগ রয়েছে। এছাড়া গ্যাস এলএনজিতে রূপান্তর করে তা রফতানির উদ্যোগ নিয়েছে দেশটি। তবে ইরাকে ইরানের গ্যাস রফতানি হলে বিদ্যুতায়ন ছাড়াও যুদ্ধবিধ্বস্ত দেশটির অকেজো তেলক্ষেত্রগুলো পুনরায় চালু করা সম্ভব হবে।সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন