বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আদিল আব্দুল মাহদ

পোস্ট হয়েছে: অক্টোবর ২৫, ২০১৮ 

news-image

ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে আদিল আব্দুল মাহদি শপথ নিয়েছেন। বুধরাতে তিনি দেশটির জাতীয় সংসদে শপথবাক্য পাঠ করেন। তার সঙ্গে মন্ত্রিসভার আরও ১৪ মন্ত্রী শপথ নিয়েছেন।

আদিল আব্দুল মাহদির প্রস্তাবিত মন্ত্রিসভার ১৪ জন সদস্য সংসদে আস্থাভোটে বিজয় লাভের পর শপথ গ্রহণের ব্যবস্থা করা হয়। যারা সংসদের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন তাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ আলী হাকিম, তেলমন্ত্রী আব্বাস আল গাদবান ও অর্থমন্ত্রী ফুয়াদ হোসেনও রয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রস্তাবিত অপর আট মন্ত্রীর বিষয়ে সংসদ আগামী ৬ নভেম্বর সিদ্ধান্ত নেবে। ইরাকের আইন অনুযায়ী দেশটির প্রত্যেক মন্ত্রীকে সংসদে আস্থাভোটে জয়লাভ করতে  হয়।

গত ২ অক্টোবর ইরাকের নয়া প্রেসিডেন্ট বারহাম সালিহ আনুষ্ঠানিকভাবে আদিল আব্দুল মাহদিকে নয়া মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেন। এর পরপরই ইরাকের সংসদের প্রভাবশালী জোট ‘সায়েরুন’ এর প্রধান মুক্তাদা সাদর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে আদিল আব্দুল মাহদি’র প্রতি সমর্থন ঘোষণা করেন।

নয়া প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই বলে মুক্তাদা সাদর জানিয়েছেন। ১২ মে ইরাকে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পার্সটুডে।