শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইয়েরেভানে ‘লরিস চেকনাভারিয়ান’ মঞ্চায়িত; রোস্তম ও সোহরাব অপেরা পরিবেশনা

পোস্ট হয়েছে: এপ্রিল ৩, ২০২৫ 

news-image

ইরানি শিল্প ও সঙ্গীতের বিশিষ্ট ব্যক্তিত্ব ‘লরিস চেকনাভারিয়ান’ এর একটি মূল্যবান সৃষ্টি ‘রোস্তম এবং সোহরাব’ অপেরাটি ইয়েরেভানে মঞ্চায়িত হয়েছে।আর্মেনিয়ান বংশোদ্ভূত ইরানি শিল্প ও সঙ্গীতের বিশিষ্ট ব্যক্তিত্ব ‘লরিস চেকনাভারিয়ান’ এর মূল্যবান সৃষ্টি (প্রখ্যাত ইরানি কবি হাকিম ফেরদৌসির শাহনামার গল্প অবলম্বনে) ‘রোস্তম ও সোহরাব’ বুধবার ইয়েরেভান অপেরা হাউসে অনুষ্ঠিত হয়। আর্মেনিয়ার সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান ও ক্রীড়া মন্ত্রী, ইয়েরেভানে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত, কয়েকজন আবাসিক কূটনীতিক এবং আর্মেনিয়ার বুদ্ধিজীবী এবং সংস্কৃতি ও শিল্প ব্যক্তিত্বদের উপস্থিতিতে ওই অপেরাটি অনুষ্ঠিত হয়।