ইয়ারিগিন কুস্তি টুর্নামেন্টের ফাইনালে ইরানের আজিমি
পোস্ট হয়েছে: জানুয়ারি ২৯, ২০২৪

ইরানের ফ্রিস্টাইল কুস্তিগির মোহাম্মদ-মবিন আজিমি রাশিয়ার ক্রাসনোয়ারস্কে চলমান ২০২৪ ইয়ারিগিন কুস্তি টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। ইরানের আজিমি প্রতিপক্ষ রাশিয়ার আর্সেন আলী মুসালালিভকে ৭-৪, নাজমুদিনভকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।
কোয়ার্টার ফাইনালে আজিমি রাশিয়ার আজমত জাকুয়েভকে ৮-৬ গোলে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। সেমিফাইনালে ইরানের এই ফ্রিস্টাইল কুস্তিগির আরেক রুশ প্রতিপক্ষ শামিল-ইমাম গাদজিয়ালিভকে ৯-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছেন।
ফাইনালে আজিমি স্বর্ণপদকের লড়াইয়ে রুশ প্রতিযোগী মাগোমেদ কুরবানভের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সূত্র: মেহর নিউজ