শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইয়াজদে শোক অনুষ্ঠানে ৫শ বিদেশি পর্যটক

পোস্ট হয়েছে: আগস্ট ১১, ২০২২ 

news-image

ইরানের ইয়াজদ প্রদেশে মহরম মাসের ধর্মীয় অনুষ্ঠানে ৫শ জনের অধিক বিদেশি পর্যটক অংশ নেন। প্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্পের মহাপরিচালক আহমদ আখুন্দি এই তথ্য জানান।আখুন্দি বলেন, সাধারণ জনসংযোগ ও তথ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, ‘এই পর্যটকরা ইয়াজদের বিভিন্ন শহরে তিন দিন ধরে ধর্মীয় ও আধ্যাত্মিক সফর হিসেবে মহররম মাসের আচার-অনুষ্ঠানে যোগ দেন।’তিনি আরও জানান, আচার অনুষ্ঠান এবং বিশেষ শোক অনুষ্ঠানের কারণে প্রতি বছর ইয়াজদ প্রদেশ মহররম এবং সফর মাসে দেশি-বিদেশি অনেক পর্যটকের গন্তব্য হয়ে ওঠে।আখুন্দি বলেন, ‘অস্ট্রিয়া, রাশিয়া, স্পেন, চীন, লাতিন আমেরিকাসহ বিশ্বের ১৫টি দেশ থেকে আসা বিদেশি পর্যটকরা তাকায়া ও হোসেইনিয়াহতে উপস্থিত হয়ে ইয়াজদের জনগণের শোক ও রীতিনীতি সম্পর্কে ঘনিষ্ঠভাবে অবহিত হন।’  সূত্র: মেহর নিউজ।