শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইয়াজদে ধর্মীয় পর্যটন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

পোস্ট হয়েছে: অক্টোবর ৬, ২০২২ 

news-image

ইরানের কেন্দ্রীয় ইয়াজদ প্রদেশে ধর্মীয় পর্যটন বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা সিএইচটিএন সোমবার এই খবর জানিয়েছে।খবরে বলা হয়, পর্যটন ও আধ্যাত্মিকতার উপর আন্তর্জাতিক সম্মেলনের এবারের চতুর্থ আসর নভেম্বরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে। ইভেন্টটি আয়োজনের লক্ষ্য ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে ইয়াজদের সম্ভাবনা তুলে ধরা।ইরানে শতাধিক মাজার, ইমামজাদা, সমাধি ও গীর্জা রয়েছে। এমনকি অন্যান্য ধর্মীয় গন্তব্যগুলির মধ্যে রয়েছে অগ্নি মন্দির যা বিভিন্ন বিশ্বাসের জন্য উৎসর্গীকৃত।ইরানে আন্তর্জাতিক পর্যটকদের জন্য শীর্ষ গন্তব্যগুলির মধ্যে রয়েছে মাশহাদ, কোম, শিরাজ এবং রাজধানী তেহরানের ধর্মীয়  অঞ্চল।এই শহরগুলিতে রয়েছে যথাক্রমে  ইমাম রেজা (আ.), ইমাম রেজার  বোন হযরত মাসুমেহ (সা.), ভাই আহমদ ও মোহাম্মদের মাজার। পাশাপাশি রয়েছে ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সমাধি। সূত্র:  তেহরান টাইমস।