শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইমাম হোসাইন (আ.)’র শাহাদাতের চেহলাম বার্ষিকী নয়া বীরত্বগাথার জন্ম দিচ্ছে: খতিব

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৪, ২০২৩ 

news-image

ইরানের রাজধানী তেহরানের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, ইমাম হোসাইন (আ.)’র শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাইন মানুষের ব্যাপক উপস্থিতি নয়া বীরত্বগাথার জন্ম দিচ্ছে। বুদ্ধিবৃত্তি ও সাংস্কৃতিক অঙ্গনে এক নয়া অধ্যায় রচনা করছে।

তিনি শুক্রবার তেহরানে জুমার নামাজের খুতবায় এসব কথা বলেন। প্রখ্যাত এই আলেম আরও বলেন, আরবাইন হচ্ছে আবেগজড়িত এক শক্তি-জাগানিয়া আন্দোলন। এখানে সবার মাঝে যেন একটি মানুষেরই প্রতিচ্ছবি, আর তিনি হলেন হোসাইন (আ.)।

তেহরানের জুমার নামাজের খতিব আরও বলেন, আরবাইনকে ঘিরে যা হচ্ছে তা অন্যকে সেবা দেওয়ার এক অতুলনীয় মহড়া, মাহদাভি জীবনের চর্চা। এখানে আত্মবিশ্বাসী মানুষেরা অন্যের সেবা করার জন্য প্রস্তুতি বসে আছে।

সমাজে সহিংসতা ও বিশৃঙ্খলা রোধের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইসলামি উম্মাহর নিরাপত্তা রক্ষার জন্য অবশ্যই সহিংসতা ও বিশৃঙ্খলা মোকাবেলা করতে হবে।

মহানবী হজরত মুহাম্মাদ (স.)’র প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইন (আ.)’র মাজার ইরাকের কারবালায় অবস্থিত। ইমামের শাহাদাতের চেহলাম বা চল্লিশার বার্ষিকী সামনে রেখে এখন সেখানে প্রতি মুহূর্তে বাড়ছে মানুষের ভিড়। পার্সটুডে/