ইমাম খোমেনী (রহ.)’র মাজার জিয়ারত করলেন ইরানের সর্বোচ্চ নেতা
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১, ২০২১

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গতকাল বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.)’র মাজার জিয়ারত করেছেন। সেখানে তিনি কুরআন তেলাওয়াতের পাশাপাশি নামাজ আদায় করেন এবং বিশেষ মোনাজাত করেন।
এরপর মাজারের অদূরে শহীদদের কবরস্থানে যান। এ সময় তিনি বিশেষকরে ইরানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ আলী রাজায়ি, সাবেক প্রধান বিচারপতি আয়াতুল্লাহ বেহেশতি এবং সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ বহোনারের কবর জিয়ারত করেন। ইমাম খোমেনী (রহ.)’র স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সেখানে গেলেন তিনি।

১৯৭৯ সালের এই দিনে (ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী) ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.) প্রায় ১৫ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে আসেন এবং এর ১০ দিন পর বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে। এই ১০ দিনকে ইরানে ‘আলোকোজ্জ্বল ১০ প্রভাত’ নামে অভিহিত করা হয়।
ইসলামী বিপ্লবের বিজয়ের মাধ্যমে ইরানের মাটি থেকে চিরতরে মুছে যায় আড়াই হাজার বছরের রাজতান্ত্রিক শাসনব্যবস্থা। উৎখাত হয় আমেরিকার পদলেহী রেজা শাহ সরকার।
ইমাম খোমেনী (রহ.)’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ সকাল থেকে আলোকোজ্জ্বল ১০ প্রভাতের অনুষ্ঠান শুরু হয়। তবে করোনাভাইরাস মহামারির কারণে বিভিন্ন অনুষ্ঠানে জনসমাগম সীমিত রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।পার্সটুডে