রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইমাম খোমেইনী (রহ.)-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভিডিও কনফারেন্স

পোস্ট হয়েছে: জুন ২, ২০২০ 

news-image

ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেইনী (রহ.)-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৪ জুন বৃহস্পতিবার  সকাল ১১টায় ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এক ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়েছে। ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. সাইয়্যেদ হাসান সেহাতের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ রেযা নাফার। এতে আলোচক হিসেবে অংশ নিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সিনিয়র প্রফেসর ড. কে এম সাইফুল ইসলাম খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. কামাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. আবুল হাশেম। এতে আরো অংশগ্রহণ করবেন ইমাম খোমেইনী (র.)-এর ফারসি কবিতার গ্রন্থ ‘দিওয়ানে ইমাম’ এর অনুবাদক বিশিষ্ট গবেষক ড. মুহাম্মদ ঈসা শাহেদী।  ভিডিও কনফারেন্সটির লিংক  নিচে দেয়া হলো।।

https://us04web.zoom.us/j/8629399020?

pwd=ZWlET3lNemdseldmYkNSQmJ0R0NIQT09