বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইমাম খোমেইনী (রহ.)-এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে ওয়েবিনার আজ

পোস্ট হয়েছে: জুন ৪, ২০২২ 

news-image

ইসলামি বিপ্লবের রূপকার ইমাম খোমেইনী (রহ.)-এর ৩৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ বিকেল ৪ টায় এক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ ন ম মেশকাত উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের হেড অব মিশন জনাব আলী পিরি।

ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সলর ড. সাইয়্যেদ হাসান সেহাতের সভাপতিত্বে ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চ্যায়ারম্যান ও গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ডক্টর আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান, বিশিষ্ট লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ ডক্টর ঈসা শাহেদী, খুলনায় অবস্থিত ইসলামি শিক্ষা কেন্দ্রের প্রিন্সিপাল হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক জামাল উদ্দিন বারী । অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন ঢাকাস্থ ইরানিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল ড. আব্দুল কুদ্দুস বাদশা। ওয়েবিনারটি ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে। ওয়েবিনারে অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ওয়েবিনার লিংক :

Join Zoom Meeting

https://zoom.us/j/98674216861?pwd=NTVpSHVxNSt3eVdUd21neXFTb1ZwQT09

Meeting ID: 986 7421 6861

Passcode: 1414

Facebook live

http://fb.com/iranmirrorbd/live/