ইমাম খোমেইনী (রহ.)-এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে ওয়েবিনার ৩ জুন
পোস্ট হয়েছে: মে ৩১, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/05/wb1.jpeg)
ইসলামি বিপ্লবের রূপকার ইমাম খোমেইনী (রহ.)-এর ৩২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আগামী ৩ জুন বৃহস্পতিবার এক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মুহাম্মাদ রেজা নাফার, সুরেশ্বর দরবার শরীফের পীর আলহাজ খাজা শাহ সুফি সাইয়্যেদ নূরী আখতার হোসেন আহমাদী নূরী, সাবেক নির্বাচন কমিশনার এবং নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান, খুলনায় অবস্থিত ইসলামিক শিক্ষা কেন্দ্রের প্রিন্সিপাল হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক আবু মূসা মো. আরিফ বিল্লাহ, রাজধানীর মদিনাতুল উলুম মডেল ইন্সটিটিউটের (কামিল মাদ্রাসা) প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক ড. জাকির হোসেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ আফতাব হোসাইন নাকাভী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: নূরে আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশে অবস্থিত ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. সাইয়্যেদ হাসান সেহাত । অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন ড. আব্দুল কুদ্দুস বাদশা।অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে। ওয়েবিনারে অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ওয়েবিনার লিংক :
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/81764824377?pwd=bE5CckVhdTI5cXlTSGxUT3ZwV3BEdz09
Meeting ID: 817 6482 4377
Passcode: 3030
ফেসবুক লাইভ: http://fb.com/iranmirrorbd/live/