শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইমাম খোমেইনীর স্মরণে তেহরানজুড়ে ২৫টি বইমেলা

পোস্ট হয়েছে: মে ৩১, ২০২০ 

news-image

ইরানের ইসলামি বিপ্লবের মহান নেতা ও ইসলামি প্রজাতন্ত্রের স্থপতি মরহুম ইমাম খোমেইনী (রহ.)’র ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী তেহরানজুড়ে ২৫টি বইমেলার আয়োজন করেছে তেহরান পৌরসভার আর্ট অ্যান্ড কালচারাল অরগানাইজেশন।

তেহরানের বিভিন্ন লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রে এসব বইমেলা চলছে। মেলায়  সুপরিচিত ও পাঠক সমাদৃত বিপুল সংখক বই শোভা পাচ্ছে। যার অধিকাংশই ইমাম খোমেইনী ও ইসলামি বিপ্লব সম্পর্কিত।  

২৫টি বইমেলা ২৮ মে একযোগে শুরু হয়েছে। বইমেলাগুলো আয়োজনে সহযোগিতায় রয়েছে ইমাম খোমেইনীর কর্ম বিষয়ক সংকলন ও প্রকাশনা প্রতিষ্ঠানের অধীনস্থ ওরুজি পাবলিকেশন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে বেঁধে দেওয়া স্বাস্থ্যবিধি মেনে আগামী ৪ জুন পর্যন্ত মেলা চলবে।

আগামী বৃহস্পতিবার ৪ জুন ইরানজুড়ে ইমাম খোমেইনী (রহ.)’র ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে। সূত্র: তেহরান টাইমস।