শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইমপ্যাক্ট ব়্যাঙ্কিংয়ে বিশ্বসেরার তালিকায় ইরানের ২৭ বিশ্ববিদ্যালয়

পোস্ট হয়েছে: মে ২, ২০২১ 

news-image

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২১-এ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান করে নিয়েছে ইরানের ২৭টি বিশ্ববিদ্যালয়।খবর তেহরান টাইমসের।

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ের এটি তৃতীয় সংস্করণ। এতে বিশ্বের ৯৪টি দেশ এবং অঞ্চলের ১ হাজার ১১৫টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে।

র‌্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ ৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ইরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স। তালিকায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৩৫তম। এরপরেই রয়েছে ইসফাহান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স ও আহভাজ জোন্দিশাপুর ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স।

গ্লোবাল ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে ইরানের শীর্ষ দশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকা বাকি সাতটি হলো- আলজাহরা বিশ্ববিদ্যালয়, আমিরকবির প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কাশান মেডিকেল সায়েন্স অ্যান্ড হেলথ সার্ভিসেস বিশ্ববিদ্যালয়, কুর্দেস্তান মেডিকেল সায়েন্স ইউনিভার্সিটি, মহাগেগ আরদাবিলি, শহীদ বেহেস্তি মেডিকেল সায়েন্স ইউনিভার্সিটি এবং তাবরিজ বিশ্ববিদ্যালয়।

ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে স্থায়ী বিকাশের লক্ষ্য-এর (এসডিজিএস) ভিত্তিতে মূল্যায়ন করা হয়। সার্বিক র‌্যাঙ্কিংয়ের পাশাপাশি তাই ১৭টি সাব-ক্যাটাগরিতেও প্রকাশ করা হয় ব়্যাঙ্কিং তালিকা। সূত্র: তেহরান টাইমস।