‘ইভেন্ট-ভিত্তিক’ পর্যটন কেন্দ্র হয়ে উঠবে কাশান
পোস্ট হয়েছে: জুলাই ১১, ২০২২
মরুদ্যান শহর কাশান এবং এর আশেপাশের গ্রামগুলিকে কেন্দ্র করে একটি ‘ইভেন্ট-ভিত্তিক’ পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চায় স্থানীয় কর্তৃপক্ষ। এলক্ষ্যে কাশান পর্যটন অধিদপ্তর ইতোমধ্যে কিছু পরিকল্পনাও হাতে নিয়েছে।
শনিবার কাশানের পর্যটন প্রধান আহমেদ দানাইনিয়া বলেছেন, প্রাচীন শহরটির টেকসই পর্যটন উপভোগ করা উচিত।
কাশানকে বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং শীতের চারটি ঋতুতে একটি ইভেন্ট-ভিত্তিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা উচিত বলে তিনি মন্তব্য করেন।
ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘কাশান ও এর আশেপাশের অঞ্চলগুলি এবং এর উপ-সংস্কৃতি, আচার-অনুষ্ঠান, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং পর্যটন আকর্ষণ অনন্য বৈচিত্র্যের জন্য বিখ্যাত’। সূত্র: তেহরান টাইমস।