বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইভাপোরেটিভ কুলার রফতানিতে ইরানের আয় ৭৫ মিলিয়ন ডলার

পোস্ট হয়েছে: জুলাই ২৪, ২০১৮ 

news-image

ইভাপোরেটিভ অর্থাৎ বাষ্পীভবনের মাধ্যমে শীতাতপ যন্ত্র রফতানি করে ইরান আয় করেছে ৭৫ মিলিয়ন ডলার। এধরনের কুলারে বিদ্যুৎ সাশ্রয় ঘটে বেশি। গত তিন মাসে এমন কুলার রফতানিতে ইরান আয় করেছে ৭৫.৭১ মিলিয়ন মার্কিন ডলার। আর রফতানি হয়েছে ২৭ হাজার ২২৭ টন ইভাপোরেশন কুলার। ইরানের কাস্টমস বিভাগ এ তথ্য দিয়েছে।

ইরাকআফগানিস্তানতুরস্কপাকিস্তান ও চীনে এধরনের কুলার রফতানি হচ্ছে সবচেয়ে বেশি। এছাড়া সওয়াম্প কুলারডেজার্ট কুলার ও ওয়েট কুলার হিসেবে পরিচিত এমন কুলার বিদ্যুৎ সাশ্রয় ছাড়াও কমপ্রেসর ভিত্তিক তৈরি বলে খরচ পড়ে অপেক্ষাকৃত কম। আর শুকনো আবাহওয়ায় এধরনের কুলার বেশ ব্যবহার উপযোগী। ফিনান্সিয়াল ট্রিবিউন