বৃহস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইন্দোনেশিয়ায় সার উৎপাদন প্রযুক্তি হস্তান্তর করবে ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ৬, ২০১৮ 

news-image

ইন্দোনেশিয়ার কাছে পরিবেশ-বান্ধব সার উৎপাদনের প্রযুক্তি হস্তান্তর করবে ইরান। ইরানের মারকাজি প্রদেশের সার উৎপাদনকারী একটি কোম্পানি প্রযুক্তি হস্তান্তরে আগ্রহ প্রকাশ করেছে। প্রাদেশিক কৃষি গবেষণা সংস্থার একজন অনুষদ সদস্য শনিবার এই তথ্য জানিয়েছেন।

ইরানি সংবাদ মাধ্যম ইরান ডেইলির খবরে বলা হয়, ইন্দোশিয়ার সঙ্গে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইরান। এই প্রযুক্তির মূল্য ধরা হয়েছে ২০ মিলিয়ন মার্কিন ডলার। প্রয়োজন দেখা দিলে সমঝোতা বাস্তবায়নের মেয়াদ বাড়ানো যাবে। মারকাজি প্রদেশের এগ্রিকালচারাল অ্যান্ড রিসোর্স রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টারের অনুষদ সদস্য হামিদ রেজা দোররি একথা জানান।

তিনি বলেন, চুক্তি অনুযায়ী ইরানি কোম্পানিটি ইন্দোনেশিয়ার কাছে ইউরেমিক সার উৎপাদনের প্রযুক্তি হস্তান্তর করবে।‘‘ইউরিয়া সারের অতিরিক্ত ব্যবহারের ফলে সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ার কৃষিভূমি উর্বরতা হারিয়ে ফেলেছে,’’ বলেন দোররি।

তিনি আরও জানান, চাষাবাদে পরিবেশ-বান্ধব ইউরেমিক সার ইউরিয়া সারের ব্যবহার ৬০ শতাংশ কমিয়ে আনতে সাহায্য করবে। সূত্র: ইরান ডেইলি।