ইন্দোনেশিয়ায় ইরানের তেলবহির্ভূত রপ্তানি বেড়েছে ২১৭ শতাংশ
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১, ২০১৮

চলতি ইরানি বছরের প্রথম নয় মাসে ইন্দোনেশিয়ায় ইরানের তেলবহির্ভূত রপ্তানি পৌঁছেছে ৪০০ মিলিয়ন মার্কন ডলারে। আগের বছরের একই সময়ের তুলনায় ওই নয় মাসে ইরানের তেলবহির্ভূত রপ্তানি বেড়েছে ২১৭ শতাংশ। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসন আইআরআইসিএ প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে।
বুধবার ইন্দোনেশিয়ায় অবস্থিত ইরানি দূতাবাসের কমারসিয়াল অ্যাটাচি আনভার কামারি এই তথ্য জানিয়েছেন।
ওই প্রতিবেদন মতে, ওজনের দিক দিয়ে ইন্দোনেশিয়ায় ইরানের তেলবহির্ভূত পণ্য সামগ্রী রপ্তানি বেড়েছে ৭৮ দশমিক ৫ শতাংশ। আর মূল্যের দিক দিয়ে রপ্তানি বেড়েছে ২১৭ শতাংশ।
পরিসংখ্যানে আরও দেখা যায়, আগের বছরের একই সময়ের তুলনায় উল্লিখিত নয় মাসে তেলবহির্ভূত পণ্য সামগ্রীর মধ্যে ইন্দোনেশিয়ায় সাধারণ পদার্থ ও এসব থেকে তৈরিকৃত পণ্য রপ্তানি সবচেয়ে বেশি বেড়েছে। এসব পণ্য রপ্তানি হয়েছে ১৯৫ মিলিয়ন মার্কিন ডলারের।
এই সময়ে লোহা ও স্টিল রপ্তানি হয়েছে ১৮২ মিলিয়ন ডলারের। আগের বছরের একই সময়ের তুলনায় মূল্য ও ওজনের তুলনায় যথাক্রমে ৮৭৪ ও ৭৭৬ শতাংশ রপ্তানি বেড়েছে। এছাড়া এ সময়ে ইরান থেকে দেশটিতে প্লাস্টিক পণ্য, কার্পেট, টেক্সটাইল ও ক্যামিকেল পণ্য রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।