ইন্দোনেশিয়ায় আধুনিক টেলিসার্জারি কেন্দ্র প্রতিষ্ঠা করবে ইরান
পোস্ট হয়েছে: আগস্ট ১০, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/08/3853880.jpg)
রোবটের সাহায্যে দূরবর্তী স্থানে অস্ত্রোপচারের জন্য ইন্দোনেশিয়ায় দুটি আধুনিক টেলিসার্জারি কেন্দ্র প্রতিষ্ঠা করবে ইরান। সোমবার বার্তা সংস্থার ইরনার খবরে এই তথ্য জানানো হয়।
রোববার ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিনের সাথে এক ভারচুয়াল বৈঠকে মিলিত হন। এছাড়া ইন্দোনেশিয়ার স্বাস্থ্য উপমন্ত্রী আব্দুল কাদিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে আলোচনায় সাত্তারির সঙ্গে বৈঠক করেছেন।
ইরানের তৈরি সার্জিক্যাল রোবট রপ্তানি ও ইন্দোনেশিয়ার বান্দুঙ ও যোগজাকার্তায় রোবটিক রিমোট সার্জারি পরিচালনার জন্য দুটি কেন্দ্র প্রতিষ্ঠা করতে দুদেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
চুক্তিতে মেডিকেল বায়োটেকনোলজি স্টার্টআপসের অধিকতর উন্নয়ন ও এসবের বাণিজ্যিকীকরণ তরান্বিত করতে একটি যৌথ কাঠামো তৈরির কথা বলা হয়েছে।
বৈঠকে সাত্তারি দেশীয়ভাবে তৈরি ওষুধ ও মেডিকেল সরঞ্জাম বিশেষ করে করোনাভাইরাসের সুরক্ষা সরঞ্জাম ইন্দোনেশিয়ায় রপ্তানির বিষয়ে প্রস্তুত রয়েছেন বলে জানান। সূত্র: তেহরান টাইমস।