ইন্দোনেশিয়ায় রোবোটিক টেলিসার্জারি কেন্দ্র স্থাপন করবে ইরান
পোস্ট হয়েছে: জানুয়ারি ১, ২০২৪
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2024/01/4798823.jpg)
ইরানের বিজ্ঞান, প্রযুক্তি এবং জ্ঞান-ভিত্তিক অর্থনীতির ভাইস-প্রেসিডেন্ট রুহুল্লাহ দেহকানি-ফিরোজাবাদি এবং ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিন একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। এই চুক্তির ভিত্তিতে ইরান ইন্দোনেশিয়ার মক্কাসার শহরের একটি হাসপাতালে রোবোটিক রিমোট সার্জারি সেন্টার স্থাপন করবে।
চুক্তির প্রধান বিষয়গুলির মধ্যে রয়েছে, ওয়াহিদিন সুদিরো হুসোদো জেনারেল হাসপাতালে একটি রোবোটিক রিমোট সার্জারি প্রশিক্ষণ পরিষেবা কেন্দ্র তৈরি করা এবং সর্বশেষ বৈজ্ঞানিক পদ্ধতির ওপর ভিত্তি করে উন্নত অস্ত্রোপচার দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে সার্জন এবং আবাসিক ডাক্তারদের সক্ষমতা জোরদার করা।
এছাড়াও ক্লিনিকাল ডাক্তার, গবেষক এবং প্রকৌশলীদের মধ্যে একটি আন্তঃবিষয়ক প্ল্যাটফর্ম তৈরি করা, চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে নতুন ধারণা প্রসারে একটি গতিশীল পরিবেশ তৈরি করা এবং চিকিৎসা ও অস্ত্রোপচারের ক্ষেত্রে নতুন গবেষণা প্রকল্পগুলিকে উৎসাহিত করার মতো বিষয়গুলি সমঝোতাতে উল্লেখ করা হয়েছে।
সূত্র: তেহরান টাইমস