ইতিহাস গড়লেন ইরানি নারী ভারোত্তোলক
পোস্ট হয়েছে: নভেম্বর ১৮, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/11/3117624-1.jpg)
আন্তর্জাতিক ভারোত্তোলন টুর্নামেন্টে ইতিহাস গড়লেন ইরানি নারী অ্যাথলেন এলহাম হোসেইনি। ইরানি নারী ভারোত্তোলক হিসেবে কোনো আন্তর্জাতিক ম্যাচে তিনিই প্রথম মেডেল জয় করলেন।
হোসেইনি শনিবার ২০১৯ ওয়েটলিফ্টিং আইডাব্লিউএফ নাইম সুলেইমানোগলু টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘরে তোলেন ব্রোঞ্জ মেডেল। তুরস্কের গাজিয়ানটেপে ১৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ইরানি এই নারী ভারোত্তোলক স্ন্যাচে ৮৮ কেজি ওজন তোলেন এবং ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ১১০ কেজি। ৭৪ কেজি ওজন-শ্রেণিতে সর্বমোট ১৯৮ কেজি ওজন তোলে জিতে নেন ব্রোঞ্জ পদক।
এই বিভাগে তুরস্কের দিলারা নারন স্বর্ণপদক জয় করেন। তিনি মোট ২২৪ কেজি ওজন তুলে প্রথম স্থান অধিকার করেন। তুর্কমেনিস্তানের গুলনাবাত কাদিরোভা মোট ২১৮ কেজি ওজন তুলে জিতে নেন রুপার মেডেল।
এদিকে আন্তর্জাতিক ইভেন্টে ইরানি একজন নারী হিসেবে পদক জয় করায় আনন্দ প্রকাশ করেছেন আন্তর্জাতিক ভারোত্তোলন টুর্নামেন্টের নারী কমিশনের প্রধান উরসুলা পাপান্দরি। সূত্র: তেহরান টাইমস।