বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইতিহাস গড়ল ইরানের নারী রাগবি দল

পোস্ট হয়েছে: নভেম্বর ৭, ২০২৩ 

news-image

ইরানের নারী রাগবি দল মহাদেশীয় প্রতিযোগিতায় ব্রোঞ্জপদক জিতে ইতিহাস গড়েছে। ইতিহাসে এই প্রথম ইরানি নারী দল এশিয়া ট্রফি প্রতিযোগিতায় পদক জিতলো।দোহায় অনুষ্ঠিত ২০২৩ এশিয়া রাগবি সেভেনস ট্রফির ম্যাচে তৃতীয় স্থান অধিকার করে ইরান। গুয়ামকে ১০-০ পয়েন্টে পরাজিত করে ইরানি নারীরা ব্রোঞ্জপদক জিতেছেন।

গ্রুপ পর্বের প্রথম ও দ্বিতীয় ম্যাচে ইরান উজবেকিস্তানকে ৩১-১২ এবং কাতারকে ২২-০ গোলে হারায়। দলটি তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৭-০ ব্যবধানে হারলেও গ্রুপ বি থেকে সংযুক্ত আরব আমিরাতের পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠে।

সেমিফাইনালে ভারতের বিপক্ষে ইরানের পরাজয়ের পর গুয়ামের বিপক্ষে জয়ের ফলে ইরানি নারীরা ব্রোঞ্জপদক জিতেছেন। প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছে সংযুক্ত আরব আমিরাত ও ভারত। সূত্র: তেহরান টাইমস