রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইতালীয় চলচ্চিত্র উৎসবে চমক দেখালো ইরানের ‘গুড গার্ল’

পোস্ট হয়েছে: নভেম্বর ১, ২০২১ 

news-image

ইতালির সুগুয়ারদি অল্ট্রোভ আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার জিতেছে  ইরানি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘গুড গার্ল’। ছবিটি লেখা ও পরিচালনা করেছেন চলচ্চিত্রকার রাহেলে কারামি ও প্রযোজনা করেছেন মানি গান্দি।‘গুড গার্ল’ এ একটি মেয়ের গল্প তুলে ধরা হয়েছে। মেয়েটি তার পরিবারের সুনাম রক্ষা করতে গিয়ে নিশ্চুপ থাকতে বাধ্য হয়।ইরানি স্বল্পদৈর্ঘ্যটি চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বেহজাদ খালাজ, শাগায়েগ ফারিয়াদ শিরান ও মবিনা আজাদি।সুগুয়ারদি অল্ট্রোভ আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসবের এবারের ২৮তম আসর ২২ থেকে ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয়।এর আগে ‘গুড গার্ল’ ইতালির ইসচিয়া গ্লোবাল ফিল্ম অ্যান্ড মিউজিক ফেস্টের প্রতিদ্বন্দ্বিতা বিভাগে দেখানো হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।