ইতালীয় চলচ্চিত্র উৎসবে ইরানের ‘গুড গার্ল’
পোস্ট হয়েছে: জুলাই ১২, ২০২১
ইতালির ইসচিয়া গ্লোবাল ফিল্ম অ্যান্ড মিউজিক ফেস্টে দেখানো হবে ইরানি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘গুড গার্ল’। চলচ্চিত্রকার রাহেলে কারামি পরিচালিত ছবিটি উৎসবের এবারের ১৯তম পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে।
‘গুড গার্ল’ লেখা ও পরিচালনার কাজ করেছেন রাহেলে কারামি এবং ছবিটি প্রযোজনা করেছেন মানি গান্দি। ২০২০ ইসচিয়া গ্লোবাল ফিল্ম অ্যান্ড মিউজিক ফেস্ট এর প্রতিদ্বন্দ্বিতা বিভাগে চলচ্চিত্রটি দেখানো হবে।
ইরানি স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেছেন বেহজাদ খালাজ, শাগায়েগ ফারইয়াদ শিরান ও মবিনা আজাদি।
সপ্তাহব্যাপী ইসচিয়া গ্লোবাল ফিল্ম অ্যান্ড মিউজিক ফেস্টে ১৪ থেকে ২১ জুলাই অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।