ইতালীয় উৎসবে যাচ্ছে ইরানের ‘ভিনা’
পোস্ট হয়েছে: আগস্ট ৩১, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/08/3875072.jpg)
২৮তম ইতালিয়ান সিগুয়ারদি আলট্রোভ আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইরানি স্বল্পদৈর্ঘ্য ‘ভিনা’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা বাহারে আগহাজারি।
ইতালির মিলানে ২২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর আন্তর্জাতিক এই উৎসবটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে ‘ভিনা’ চলচ্চিত্রটির এই প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।