ইতালীয় উৎসবে দেখানো হবে ইরানের ‘লাস্টিং’
পোস্ট হয়েছে: আগস্ট ৪, ২০২১

ইতালিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইনভেন্টা উন চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইরানি স্বল্পদৈর্ঘ্য ছবি ‘লাস্টিং’। নির্মাতা রহিম সাদর পরিচালিত স্বল্পদৈর্ঘ্যটি এবারের ২৩তম উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করবে।
‘লাস্টিং’ এর সারাংশ হচ্ছে, ‘‘একদিন আমি জেগে উঠে দেখি আগের মতো কিছুই ঠিক নেই। হঠাৎ সবকিছু থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাই।’’
ইরানি স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেছেন ফেরেশতে মারাশি, মোহদিহ ম্যানি, মরিয়ম লেহমিয়ান, জোহরেহ পারতোভি, নেগিন সাদেহিয়ান, সানাজ তাকলিমি ও ওমিদ জারে।
আগামী ৪ থেকে ৮ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে ১৬টি শর্ট ফিল্ম অংশ নেবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।