বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইতালীয় উৎসবে লড়বে ইরানের ‘দ্য ওল্ড ব্যাচেলর’

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৮, ২০২৪ 

news-image

ইতালিতে ২০তম লুকা ফিল্ম ফেস্টিভালে প্রতিযোগিতা করবে ইরানি পরিচালক ওকতে বারাহেনির ‘দ্য ওল্ড ব্যাচেলর’। ২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইতালীয় শহরে আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।

চলচ্চিত্রটিতে দুই মধ্যবয়সী ভাই এবং তাদের অত্যাচারী বাবার মধ্যকার উত্তাল সম্পর্ক তুলে ধরা হয়েছে। তাদের মধ্যে মৌখিক ও মানসিক নির্যাতনের ইতিহাস রয়েছে।

বাবার দ্বিতীয় স্ত্রী তার উগ্র আচরণের কারণে তাকে ছেড়ে চলে যায়। এখন সে এই ঘটনার জন্য তার বড় ছেলেকে সন্দেহ করে। এদিকে, ছোট ভাই তার বাবার জীবন শেষ করার বিষয়ে বাজে কল্পনা করতে থাকে।

বাবা উপরের ফ্ল্যাটটি একজন তরুণীকে ভাড়া দেন। সেই তরুণী তাকে বিয়ে করতে চায়। তখন পরিস্থিতি ক্রমশ অস্থির হয়ে ওঠে। বড় ভাইয়ের প্রতি মহিলার স্নেহ বাড়তে থাকায় পরিবারের ক্ষতিগ্রস্ত সম্পর্ক একেবারে ভেঙ্গে পড়ার দ্বারপ্রান্তে উপনীত হয়।

দ্য ওল্ড ব্যাচেলর’ বারাহেনির দ্বিতীয় ফিচার ফিল্ম। এটিতে অভিনয় করেছেন হামেদ বেহদাদ, লীলা হাতামি, হাসান পুরশিরাজি, মোহাম্মাদরেজা দাউদনেজাদ, রেজা রুয়গারি এবং বাবাক হামিদিয়ান। সূত্র: তেহরান টাইমস