রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইতালি, ভ্যাটিকান ও ফ্রান্স সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট হাসান রুহানি

পোস্ট হয়েছে: নভেম্বর ১১, ২০১৫ 

news-image

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ইতালি, ভ্যাটিকান ও ফ্রান্সে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। সফরে তিনি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর এক শীর্ষ ফোরামে ভাষণ দেবেন। এ খবর জানিয়েছেন প্রেসিডেন্টের দফতরের গণযোগাযোগ বিষয়ক প্রধান পারভিজ ইসমাইলি।

তিনি বলেন, শনিবার প্রেসিডেন্ট রুহানি একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে ইতালির রাজধানী রোমের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করবেন। রোমে তিনি ইতালির প্রেসিডেন্ট সের্জিও ম্যাটারেলা ও প্রধানমন্ত্রী ম্যাটেও রেনযির সঙ্গে সাক্ষাৎ করবেন। সেইসঙ্গে তিনি ইতালির পুঁজি বিনিয়োগকারী ও শীর্ষ পর্যায়ের শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করবেন।

ইসমাইলি জানান, ইতালি সফর শেষে প্রেসিডেন্ট রুহানি যাবেন ভ্যাটিকান সফরে। সেখানে তিনি পোপ ফ্রান্সিস ও প্রধানমন্ত্রী আর্চবিশপ পিয়েট্রো প্যারোলিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ইউরোপ সফরের শেষ পর্যায়ে ফ্রান্স সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট। সেখানে ১৬ নভেম্বর তিনি ইউনেস্কোর শীর্ষ ফোরামে ভাষণ দেবেন। এ ছাড়া, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে ড. রুহানির বৈঠক হবে ১৭ নভেম্বর। সূত্র: প্রেস টিভি