ইতালি ফিল্ম ফেস্টিভালে ‘এক্সট্রা সস’ জিতে নিল সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ড
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০২১

ইরান ও জার্মানির যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘এক্সট্রা সস’। ইরানি চলচ্চিত্র নির্মাতা আলিরেজা কাসেমি এটি পরিচালনা করেছেন। ইতালির ১৮তম ফ্রানসেসকো পাজিনিটি ফিল্ম ফেস্টিভালে বেস্ট সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে চলচ্চিত্রটি। এক হতাশ অভিনেতা হ্যান্সের জীবন নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। আত্মহত্যা করতে চান হ্যান্স। তা করতে গিয়ে মজার সব কথাবার্তা হয় মৃত্যুদূতের সঙ্গে। এর আগে ক্যানবেরা শর্ট ফিল্ম ফেস্টিভালে চলচ্চিত্রটি ‘বেস্ট শর্ট কমেডি’ অ্যাওয়ার্ড জিতে নেয়। যুক্তরাষ্ট্রে সারাসোটা ফিল্ম ফেস্টিভালেও প্রদর্শিত হয়েছে চলচ্চিত্রটি। জার্মানির আরেক চলচ্চিত্র উৎসবেও দর্শকরা উপভোগ করেছেন ‘এক্সট্রা সস’। মেহর