ইতালি চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন হেদায়াতি
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১০, ২০২০
ইতালিতে ১৭তম সালেনতো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে সেরা অভিনেতার পুরস্কার পেলেন মোহাম্মাদ-রেজা হেদায়াতি। ইরানি চলচ্চিত্র ‘সিমিন’ এ অভিনয়ের জন্যে রেজা এ পুরস্কার পান। মেহর
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোর্তেজা আতাশজামজাম। ইরানের একটি বড় নদী জায়ান্দারুদ শুকিয়ে যাওয়া এবং এ নদীর ওপর নির্ভরশীল মানুষগুলোর জীবন নিয়ে চলচ্চিত্রটি তৈরি হয়েছে। চলচ্চিত্রটিতে নদী ও পানিকে মা হিসেবে প্রতীকী রূপ দেয়া হয়েছে। হেদায়াতির সঙ্গে এ চলচ্চিত্রে অন্যান্যের মধ্যে অভিনয় করেছেন লালেহ এস্কানদারি, মোহাম্মাদ ফিলি, সেপিদে মাজাহারি ও আমির আব্বাস রেজায়ি।
সালেনতো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল আন্তর্জাতিক চলচ্চিত্র নিয়ে উদযাপন হয়। গত পহেলা সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত এ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। সংস্কৃতি ও মানুষের মধ্যে এক বড় মেল বন্ধন হিসেবে এ চলচ্চিত্র উৎসব পরিগণিত হয়ে থাকে।