রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইতালি চলচ্চিত্র উৎসবে ইরানি ছবির দুই অ্যাওয়ার্ড জয়

পোস্ট হয়েছে: জানুয়ারি ৭, ২০২১ 

news-image

নির্মাতা আলিরেজা কাশেমি পরিচালিত ইরানি শর্ট ফিল্ম ‘বেটার দেন আর্মস্ট্রং’ ইতালির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি অ্যাওয়ার্ড জিতেছে। ভিয়া দেই কর্টি চলচ্চিত্র উৎসবের এবারের ষষ্ঠতম আসরে ছবিটি ওই দুই পুরস্কার লাভ করে। স্বল্পদৈর্ঘ্যটি রচনা ও পরিচালনা করেছেন আলিরেজা কাশেমি।  

২ জানুয়ারি অনুষ্ঠিত ইতালির এই আন্তর্জাতিক উৎসবে ‘বেটার দেন নিল আর্মস্ট্রং’ সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা চলচ্চিত্রকার পুরস্কার লাভ করে।

ইরানি স্বল্পদৈর্ঘ্যটি চারটি শিশুর গল্প নিয়ে তৈরি করা হয়েছে। তারা ‘রেডল্যান্ড’ নামে একটি রহস্যময় জায়গা খোঁজার মিশন নিয়ে চন্দ্র ভ্রমণ শুরু করে। কিন্তু রেডল্যান্ডের দরজাগুলোতে পাহারায় থাকে একটি ক্ষতিকর সাপ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।