ইতালি চলচ্চিত্র উৎসবে ইরানি শর্ট ফিল্ম ‘স্লটার’
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৮, ২০১৯
ইতালিতে অনুষ্ঠিতব্য ১৪তম লেস চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে ইরানি শর্ট ফিল্ম ‘স্লটার’। চলচ্চিত্রকার সামান হোসেইনপুর ও আকো জান্দকারিমির ছবিটি উৎসবের প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে।
চলচ্চিত্রটিতে একটি পরিবারের গল্প তুলে ধরা হয়েছে। পরিবারটি কঠিন এক শীতে জীবন-জীবিকার তাগিদে তাদের একমাত্র গরুটি বিক্রি করতে বাধ্য হয়। কিন্তু তাদের ছেলে এতে অখুশি হয়। তাই গরুটিকে ছেড়ে দেয় সে।
‘স্লটার’ লেস চলচ্চিত্র উৎসবে ইতালি, দক্ষিণ আফ্রিকা, ভারত, রাশিয়া, ফ্রান্স, এস্তোনিয়া, গ্রীস, স্পেন, স্লোভাকিয়া, ব্রাজিল, ফিনল্যান্ড এবং পোল্যাল্ডের অন্যান্য ৫৮টি ছবির সাথে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবে। এরআগে গত আগস্টে ইতালিতে অনুষ্ঠিত ১৮তম ভিলামমার চলচ্চিত্র উৎসবে সেরা শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করে ছবিটি।
লেস চলচ্চিত্র উৎসবের এবারের ১৪তম পর্ব আগামী ২৮ ডিসেম্বর শুরু হয়ে চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।
সূত্র: মেহর নিউজ এজেন্সি।